ত্বকের-ক্যান্সার-skin-cancerক্যান্সার স্কীন ক্যান্সার 

ত্বকের ক্যান্সার, ত্বক ক্যান্সারের কারন, ত্বক ক্যান্সারের লক্ষণ, ও ত্বক ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা

ত্বকের ক্যান্সার কীঃ

ত্বকের কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়াকে ত্বকের ক্যান্সার বলে।বর্তমানে ত্বকের ক্যান্সার খুবই পরিচিত রোগ। সাধারণত শরীরের উন্মুক্ত অংশে ত্বক ক্যান্সার হয়।

 

ত্বকের ক্যান্সারের কারণঃ

  • সূর্যের অতিবেগুনি রশ্মীকে ত্বকের ক্যান্সারের প্রধান কারণ বলে মনে করা হয়।
  • ”দীঘ সময় ধরে কাঁচের জানালা দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি গ্রহণ করার ফলে অন্যদের চেয়ে পাইলটদের ত্বকের ক্যানসার হওয়ার প্রায় দ্বিগুণ ঝুঁকি থাকে”- একথা জানান আমেরিকার ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ।
  • লাল চুলের এবং ফর্সা ত্বকের অধিকারীদের ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে বেশী।
  • অধিক সময় রেডিয়েশনের কাছে থাকলে ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
  • সানস্ক্রিন না লাগিয়ে সূর্যের আলোয় অনেকক্ষণ কাজ করার কারণেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।

 

ত্বকের ক্যান্সারের লক্ষণঃ

বেশির ভাগক্ষেত্রে ক্যান্সারের লক্ষণ বোঝা যায় অনেক দেরীতে যার ফলে পরিণতিও ভয়াবহ হয়।তথাপি প্রকাশিত লক্ষণসমুহ হল-

  • চামড়ায় হঠাৎ কালো,লাল, বাদামী বা গোলাপী বর্ণের দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
  • চামড়ার কোন দাগে চুলকানী অথবা জ্বলনী হয় তবে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
  • হঠাৎ স্বাভাবিক ত্বক শুষ্ক খসখসে ও অস্বাভাবিক হয়ে উঠলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
  • হঠাৎ মাথার ত্বক অস্বাভাবিক হয়ে উঠলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
  • চামড়ায় আচিল, ব্রণ দেখা দিলে।
  • হঠাৎ ত্বক থেকে রক্তস্রাব হলে।

 

ত্বক ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসাঃ

এসিটিক এসিড, আর্স আয়োড, আর্স সালফ ফ্লেবাম, অরাম মেট, অরাম আর্স, বেল, ব্রোমিয়াম, ক্যাল কার্ব, ক্যাল কার্ব, ক্যাল ফস, ক্যাল সিলিকেটা, কার্ব এসিড, কার্ব এনি, কাসিনোসিন, ক্রোমিক এসিড, সিকিউটা, ক্লিমেটিস, কোনিয়াম, কন্ডুরাঙ্গো, ইউফ্রেসিয়া, হাইড্রাস্টিস, কেলি আর্স, কেলি ক্লোর, কেলি মিউর, কেলি সালফ, লাইকো, ম্যাগ সালফ, মাক সল, মাক কর, নাইট এসিড, ফস, নেট্রাম মিউর, পালস, লেপিস অ্যাল্বা, ফাইটো, সিপিয়া, থুজা,রেডিয়াম ব্রোম, ইউরেনিয়াম নাইট।

Related posts

Leave a Comment