হৃদশূল (Angina Pectoris) কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা

সংজ্ঞা (Definition): ইহার অপর নাম নিউরালজিয়া অফ হার্ট। হঠাৎ হৃদপিণ্ড স্থানে অসহ্য ব্যথা এবং এই বেদনা ডানদিকের স্কন্ধ পর্যন্ত বিস্তৃত হয়ে হাত পর্যন্ত নেমে আসে। একে হৃদশূল (Angina Pectoris) বলে। প্রচণ্ড বেদনাবোধ, মুচ্ছা, ঘাম, পা-হাত শীতল হয়ে আসে।

 

হৃদশূল এর কারণ (Causation): (i) রক্তে ধাতব পদার্থের অভাব। (ii) রক্ত সঞ্চালনে ব্যঘাত হেতু হৃদপেশীর পোষনাভাবে ফ্লেনিক ও নিউমোগ্যাসট্রিক স্নায়ুর ভাসোমোটর শাখার বিকৃত অবস্থা হয়ে তাকে। (iii) মানসিক উদ্বেগ, ভয়, পরিশ্রম ইত্যাদিতে হঠাৎ হৃদযন্ত্রের আক্ষেপিক বেদনার সৃষ্টি। (iv) হৃদপিণ্ডের বিবৃদ্ধি বা ধমনী কপাটের বিকৃত অবস্থার জন্য হতে। পারে। (i) মদ্যপান, ধূমপান, অনিয়মিত আহার, শরীরের উপর অত্যাচার, কোষ্ঠকাঠিণ্য।

 

হৃদশূল এর লক্ষণ (Signs and symptoms): (i) শূলবিদ্ধ বেদনা, কষে ধরার মত বেদনা। বেদনা ধীরে ধীরে বুক হতে ঋদ্ধ ও হাত পর্যন্ত প্রসারিত। (ii) বেদনা হঠাৎ আরম্ভ হয় এবং অস্থির হয়ে পড়ে। (iii) বেদনা দীর্ঘস্থায়ী হয় না, হঠাৎ আসে আবার ধীরে ধীরে চলে যায়। সাধারণত কাজের সময় হঠাৎ আসে আবার ধীরে ধীরে চলে যায়। (iv) সাধারণত কাজের সময় হঠাৎ বেদনা শুরু হয়। বুকের বাঁ দিকে বেদনা শুরু। সুস্থ শরীরে বিশ্রামের সময় সাধারণত দেখা যায় না। (v) বাথা শুরু হলে রোগী নিঃশ্চল হয়ে দাড়িয়ে, বসে বা শুয়ে পড়ে। নড়াচড়া করতে পারে না। (vi)  কোন কোন সময় মাথা ব্যথা, বমিভাব, বেদনায় ছটফট করা, ঘনঘন শ্বাস প্রশ্বাস নেয়া, মনে হয় এখনি দম বন্ধ হয়ে যাবে। (vii) কোন কোন ক্ষেত্রে করেনারী আটারী আক্রান্ত হয়ে নানা রূপ জটিলতার সৃষ্টি করে। (viii) সাধারণত বেদনা ২/৩ মিনিট কখনো বা অধিকক্ষণ স্থায়ী হয়। নড়াচড়া করলে বেদনার বৃদ্ধি।

 

হৃদশূল এর জটিল উপসর্গ (Complication): (i) হহৃদযন্ত্রের স্বাভাবিক অস্বাভাবিক রূপ লাভ করে উৎকৃষ্ট উপসর্গের সৃষ্টি হয়।

(ii) করোনারী আর্টারী আক্রান্ত হয়ে স্ট্রোক হতে পারে। (iii) করোনারী থ্রম্বোসিস হতে পারে। (iv) অনেকসময় হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে হার্টফেল করে।

 

হৃদশূল (Angina Pectoris) রোগ নির্ণয় (Investigation): নিম্নলিখিত পরীক্ষাগুলো প্রয়োজন হতে পারে

(i) Haemogram, Sugar. Urea. Cholesterol, ECG, Chest (PA).

 

হৃদশূল (Angina Pectoris)  এর হোমিওপ্যাথিক চিকিৎসা (Homoeopathic treatment):

 

একোনাইট 1x  : হৃদপিণ্ডের দ্রুত স্পন্দন, বাম স্কন্ধমূলে বেদনা। বুকে সূচীভেদ্য বেদনা। বুক ধড়ফড় করে।অবসন্নভাব, হাতের আঙ্গুলে ঝি ঝি ধরে। নাড়ী পূর্ণ, কঠিন শক্ত, লক্ষনশীল। বসলে সংঘস্থান ও গলদেশের রমনীর স্পন্ধন অনুভূত।

প্রয়োগবিধি (Application)- এক আঃ Distilled water এ ৮/১০ ফোঁটা মিশ্রিত করে এক চামচ করে দিনে ৫/৬ বার।

এমিল নাইঃ 3/6 : ‘ক্ষুদ্র ক্ষুদ্র ধমনী ও কৈশিক নাড়ীসমূহ প্রসারিত। মুখমণ্ডল লাল, মাথা গরম, মাথার মধ্যে দপদপ করে। ধমনীগুলোতে রক্তাধিক্য। বুক ধড়ফড় করে। মৃগী রোগের লক্ষণ; হৃদযন্ত্রের অস্বাভাবিক স্পন্দন।

প্রয়োগবিধি (Application)- একমাত্রা করে দিনে ৩ বার।

ক্যাকটাস গ্রান্ডি Q   বৃত্তাকার কৈশিক তত্ত্ব সমূহের উপর ক্রিয়া। হৃদপিণ্ড ও ধমনীর উপর অধিক ক্রিয়া। হৃদপিণ্ড সজোরে চেপে ধরার ন্যায় বোধ। হৃদপিণ্ডে সংকোচন, ধমনীর প্রসারণ, নিম্নরক্তচাপ।

প্রয়োগবিধি (Application)- দিনে ৪/৫ বার।

ক্র্যাটিগাস Q মাথা ধরা, নাড়ীর গতি কমে যাওয়া, রক্তচাপ কম। নিদ্রাহীনতা, রক্তস্বল্পতা, শোথভাব, শীত ভাব। ধমনীগুলো প্রসারিত, হৃদপিণ্ডের মেদাপকর্ষ। হৃদশূল, শীত শীত ভাব, হাত পায়ের আঙ্গুল নীলবর্ণ।

প্রয়োগবিধি (Application)- Distilled water এ এক চামচ করে দিনে ৩/৪ বার।

 

অন্যান্য প্রয়োজনীয় ঔষধ (Other important medicines):

আর্সেনিক এন্বাম 3/6, আর্সেনিক আয়োডেটাম 3x, চূর্ণ, অরাম মেট 3x, ব্রায়োনিয়া 3/6, হাইড্রোসায়ানিক এসিড 6,

ল্যাকেসিস 6,30, স্পাইজেলিয়া 6/30,

 

বায়োকেমিক ঔষধ:

ম্যাগনেসিয়া ফস 6x: হৃদশূলজনিত বুকে আক্ষেপিক বা স্নায়বিক বেদনা। ফলস্ এঞ্জিনার জন্য খুব ভাল ঔষধ। চারটে করে বড়ি গরম জলে দিনে তিন চার সেবা।

ফেরাম ফস 6x, 12x: রক্তিম মুখমণ্ডল, জ্বালাপোড়াযুক্ত উত্তাপ। মস্তকে রক্ত সঞ্চালন। ২/৩ বড়ি সামান্য গরম জলে দিনে ৪ বার।

 

পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা (Diet and management): লঘু অথচ পুষ্টিকর খাদ্য। ডিম, মাছ, মাংস, ফলের রস। ডিম এবং দুধ হজম করতে পারলে দিবেন নতুবা নয়। গুরুপাক দ্রব্য যদি না দেয়া যায় তবে ভাল। উগ্রমশলাযুক্ত খাদ্য, রাত জাগরণ, খারাপ নেশ। কার্জন করতে হবে। প্রত্যহ সকাল বিকাল উন্মুক্ত বাতাসে হালকা ভাবে ভ্রমণ। হৃদযন্ত্রের উপর ফ্লানেল দিয়ে গরম সেক। পূর্ণ বিশ্রাম। রোগ আক্রমণের সময় হাটু পর্যন্ত গরম জলে ডুবিয়ে ১০/১৫ মিনিট রেখে ভাল করে মুছে মর্দন করে দিলে উপকার। হাত পায়ে গরম সেক এবং এমিল নাইট্রেটের ঘ্রান নেয়া। সময়মত স্নানাহার, ঘুম, বিশ্রাম, সাধারণ স্বাস্থ্য নিয়ম পালন।

Related posts

Leave a Comment