থ্রম্বোসিস (Thrombosis) কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা
সংজ্ঞা (Definition): থ্রম্বোসিস (Thrombosis) কথাটির অর্থ রক্ত জমাট বাধা। কোন কারনে ধমনী বা শিরায় যদি রক্ত জমাট বাঁধে তবে তাকে প্রম্বোসিস বলে।
গ্রম্বোসিস এর প্রকার ভেদ (Classification of Thrombosis):
(1) করোনারী থ্রম্বোসিস:- হৃদপিণ্ডের ধমনীতে রক্ত জমাট বাঁধে।
(2) সেরিব্রাল গ্রম্বোসিস:- মস্তিষ্কের সরু সরু শিরার মধ্যে রক্ত জমাট বাধে।
গ্রম্বোসিস এর কারণ (Causes of Thrombosis ) :
(i) যে বিশেষ গুণের জন্য রক্ত ধমনী, শিরা বা জালিকার মধ্যে জমাট বাঁধে না সেই গুণের অভাব।
(ii) রক্তের গতিবেগ কম হলে।
(iii) শিরা বা ধমনীর মধ্যে চর্বি জমা।
(iv) শিরা বা ধমনীর স্নায়ু কাজের অভাব হেতু দুর্বলতা।
(v) রক্তের মধ্যে কোলেষ্টরেলের পরিমানগত হেরফের
(vi) রক্তের পরিমান বৃদ্ধি।
(vii) শিরা বা ধমনীর সংকোচন।
(viii) করোনারী আর্টারীর মধ্যে কোন স্থানে রক্ত চলাচলে বিঘ্ন।
(ix) দীর্ঘকাল ধরে হৃদযন্ত্রের দুর্বলতা।
(xi) দীর্ঘ সময় ধরে বিছানায় বিশ্রাম
(xii) নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন
(xiii) অতিরিক্ত ধূমপান করলে
(xiv) হার্ট ফেইলিওর
(xv) পেটের বিভিন্ন রকম ব্যথাময় রোগের
(xvi) দীর্ঘ ক্ষণ ধরে বসে থাকা, শরীরের পেশীগুলির সীমিত নড়াচড়া
(xvii) শরীরের ওজন বেশি হওয়া বা স্থূলতা
(xviii) আঘাত লাগা বা অস্ত্রোপচার করে
(xix) কারও কারও উত্তরাধিকার সূত্রে রক্ত জমাট বাঁধা ব্যাধি
-: গ্রম্বোসিস এর তুলনামূলক ছক:-
হৃদশূল (Angina Pectoris)
(i) দিনের বেলা অতিরিক্ত পরিশ্রমে প্রকাশ লাভ করে।
(ii) বাথার আক্রমণ অধিককাল স্থায়ী হয় না।
(iii) পাকস্থলীর ব্যথা বলে ভুল হবার সম্ভাবনা।
(iv) এ্যাথেরোস ক্লোরোলিসের তেমন লক্ষণ থাকে না।
(v) বেদনা মৃদু প্রকৃতির এবং তীব্রতা অপেক্ষাকৃত কম।
করো: থ্রম্বোসিস (Coro. Thrombosis)
(i) কোন কোন সময় High Blood Pressure থাকতে পারে।
(ii) হঠাৎ তীব্রভাবে বুকে যন্ত্রণা শুরু এবং অসহ্য যন্ত্রণা।
(iii) রোগী প্রচুর পরিমানে বমি করে।
(iv) পক্ষাঘাত রোগ দেখা দেয় না।
(v) রোগী জ্ঞান ফিরে পেলেও খাঁচার সম্ভাবনা থাকে না।
(vi) রোগী বিলম্বে অজ্ঞান হয় তাই প্রথম দিকে খুব কষ্ট পায়।
করোনারী প্রম্বোসিস (Coro. Thrombosis)
(i) বিশ্রামের সময় রাত্রিকালে প্রকাশ লাভ করে।
(ii) ব্যথার আক্রমণ অধিকক্ষণ স্থায়ী হয়।
(iii) পাকস্থলীর ব্যথা ভুল হবার সম্ভাবনা কম।
(iv) এ্যাথেরোস ক্লোরোলিসের লক্ষণ বর্তমান থাকে।
(v) বেদনা ভয়ংকর প্রকৃতির এবং তীব্রতাও খুব বেশী।
সেরিব্রাল গ্রম্বোসিস (Cerebral Thrombosis)
(i) High Blood Pressure অবশ্যই থাকবে।
(ii) হঠাৎ তীব্রভাবে মাথায় যন্ত্রণা শুরু হয় এবং অসহ্য বেদনা।
(iii) বমির কোন লক্ষণ থাকে না।
(iv) পক্ষাঘাত রোগ দেখা দেয়।
(v) জ্ঞান ফিরে পেলে বাঁচার সম্ভাবনা থাকে।
(vi) হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে কাজেই তেমন বেশী কষ্ট পায় না।
গ্রম্বোসিস রোগ নির্ণয় (Diagnosis of Thrombosis):
সঠিক ভাবে রোগ নির্ণয় করতে হলে নিম্নলিখিত পরীক্ষাগুলোর আবশ্যক হতে পারে।
(i) Master Health Checkup:- Haemogram, Stool (RE), Urine (RE), Sugar (F), Urea, Choles- terol, Chest (PA), E.C.G. (Screening) of whole abdomen.
(ii) Cardiac :- Haemogram, Sugar (F), Urea, Cholesterol, LDH, SGOT, CPK, CK – MB/ Sodium, Pottasium.
আজকাল দেখা যাচ্ছে, বিভিন্ন কারণে রক্তের Cholesterol বেড়ে যাচ্ছে ইহার ফলে করোনারী ধমনীর তীব্র সংকোচন ঘটে, যার ফলে হার্টের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হৃদপিণ্ডের প্রবল যন্ত্রণাই করোনারী থ্রম্বোসিসের প্রধান লক্ষণ। করোনারী প্রম্বোসিসের প্রধান কারণ দুটি রক্তচাপ বৃদ্ধি এবং রক্তবহানালীর সংকোচন। আবার রক্তচাপ কম হলে ব্রেনের মধ্যে ঠিকমত রক্ত পৌঁছে না ফলে হয়।
গ্রম্বোসিস এর হোমিওপ্যাথিক চিকিৎসা (Homoeopathic treatment for Thrombosis):
এপিস 6/30 : কৈশিক ঝিল্লীর প্রদাহ, চর্ম ও শ্লৈষ্মিক ঝিল্লীর স্ফীতি। মস্তিষ্কের ঝিল্লী সমূহে, হৃদপিণ্ডের আবরক পীড়া। হৃদপিণ্ড বা শরীরের যে কোন যন্ত্রের সংকোচনবোধ। শ্বাসকষ্ট, শ্বাসরোধ ভাব, আরক্ট ভাব। হুল ফুটানো ব্যথা। এক মাত্রা করে দিনে ৪/৫ বার।
আর্সেনিক আয়োডেটাম 3x : দীর্ঘকাল স্থায়ী দাহকর এবং ক্ষতকর স্রাব। হৃদপিণ্ড বৃদ্ধি, হৃদ আবেষ্টনীর ফোলা ভাব। মেদাপকর্ষ। নাড়ী থেকে থেকে সুতীব্র হয়ে উঠে। হৃদপিণ্ডের বৃহৎ ধমনীর পুরাতন পীড়া, রাত্রে ঘাম হয়, খুব বেশী ঘাম। ঠাণ্ডা বা শীত সহ্য করতে পারে না। Distilled water মিশ্রণ করে এক চামচ করে দিনে ৫/৬ বার।
বোষ্ট্রপস ল্যাংকিও ল্যাটাস 6/30 : এক প্রকার সর্পবিষ হতে প্রস্তুত। থ্রম্বোসিস পীড়ার উৎকৃষ্ট ঔষধ। অর্ধাঙ্গের পক্ষাঘাত, বাকরোধ, কথার জড়তা স্নায়বিক কম্পন, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলীতে বেদনা। লক্ষণগুলো আড়াআড়িভাবে প্রকাশ পায়। কালো বমি। প্রয়োগবিধি (Application) এক মাত্রা করে ২/৩ ঘণ্টা পর পর সেবা।
ক্যালকেরিয়া আর্স 3x বিচূর্ণ : হৃদপিণ্ডের সঙ্কোচণ এবং বেদনা। শ্বাসরোধ। বুক ধড়ফড় করে, পিঠের ব্যথা বাহু পর্যন্ত প্রসারিত। হৃদপিণ্ডের দুর্বলতা সহ শ্বাসকষ্ট, শীত শাঁত ভাব। রক্তে লোহিত কনিকার অভাব। মৃগীরোগ। মাথায় রক্ত উঠে, মনে হয় সে উড়ে চলছে। ২/৩ গ্রেন মাত্রায় দিনে ৩/৪ বার সেবা।
ক্র্যাটিগাল Q : মাথা ঘোরা, নাড়ীর গতি কমে যাওয়া, বায়ু সেবনের স্পৃহা এবং রক্ত চাপ লক্ষণ। হৃদপেশীর প্রদাহ, হৃদক্রিয়া, ধমনীর পীড়া। নিদ্রাহীণতা, রক্তাল্পতা, শোথভাব। শীত শীত ভাব, ধমনী সমূহের অতি সম্প্র সম্প্রসারণ। ২/৩ ফোঁটা করে জলে মিশ্রিত করে দিনে ৩/৪ বার সেবা।
অন্যান্য প্রয়োজনীয় ঔষধ (Other important remedies):
এমিল নাই 3x, এসিড অক্সালিক ৩, এডোনিস ভার্নাসিস ৫, ডিজিটেলিস Q, ল্যাকেসিস 200, ক্যাকটাস মাণ্ডিফ্লোরাস Q
গ্রম্বোসিস এর বায়োকেমিক ঔষধ:
ক্যালকেরিয়া ফস 6x : দুশ্চিন্তা এবং উদ্বেগহেতু হৃদকম্পণ তৎসহ দুর্বলতার ভাব। হৃদপিণ্ডের দুর্বলতা হেতু রক্তপ্রবাহে গোলযোগ। নিঃশ্বাস গ্রহন করার সময় হাদপিণ্ডের চারিদিকে ভীষন বেদনা বোধ। ২/৩টা বড়ি মাত্রায় সামান্য গরম জলে দিনে ৩/৪ বার।
ক্যালকেরিয়া ফ্লোর 6x, 12x : রক্তনালীর বৃদ্ধি হেতু মনে হয় হৃদপিণ্ড অনেকটা বৃদ্ধি লাভ করছে। হৃদপিণ্ডের ক্রিয়া শক্তি কমে যায়। ২/৩ টি বড়ি মাত্রায় সামান্য উষ্ণ জলে দিনে ৩/৪ বার সেব্য।
পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা (Diet and management):
হার্টের পথ্য সম্পর্কে যথেষ্ট সাবধান। পুষ্টিকর অথচ সহজে হজম হয় এমন সব খাদ্য গ্রহন। দোক্তন, তামাক, মদ বা উগ্র জাতীয় নেশা নিষেধ। ঠাণ্ডা জলে স্নান নিষেধ। সর্বদাই গরম পোষাক ব্যবহার করা ভাল, পরিধেয় পোশাক ঢিলা হতে হবে। অতিরিক্ত গরম বা ঠাণ্ডা লাগান নিষেধ। কঠিন শারীরিক পরিশ্রমের কাজ করা নিষেধ। পূর্ণ বিশ্রামের প্রয়োজন। কোষ্ঠ পরিষ্কার রাখা প্রয়োজন।