ক্যান্সারের সঙ্গা ব্লাড ক্যান্সার (লিউকেমিয়া): চারটি বৈশিষ্ট্যের মাধ্যমে ক্যান্সারকে সুন্দরভাবে সংজ্ঞায়িত করা যায়। এগুলোর মাধ্যমেই জানা জাবে ক্যান্সার কোষ তাদের অনুরূপ অংশে কিভাবে কার্যক্রম চালায়। ক. ক্লোনালিটি (Clonality): ক্লোনালিটি হল একইরূপ কোষগুচ্ছ তৈরীকরণ। বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার একক একটি স্টিম সেল থেকে উদ্ভব হয়ে বহুভাগে বিভাজিত হয়ে একই রকমের মারাত্নক কোষের গুচ্ছে পরিণত হয়। খ. অটোনমি (Autonomy): অটোনমি হল কোষের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। এক্ষেত্রে কোষের বৃদ্ধি প্রাণরসায়নিক ও দৈহিক উদ্দীপনার দ্বারা ঠিকমত নিয়ন্ত্রিত হয় না। গ. অ্যানাপ্লাস্টিক (Anaplastic): অ্যানাপ্লাস্টিক বলতে কোষের স্বাভাবিক বৈশিষ্ট নষ্ট হয়ে যাওয়াকে বুঝায়। কোষের পৃথকীকরণে স্বাভাবিক…
আরও পড়ুন