গর্ভপাত কি, গর্ভপাতের কারন, লক্ষণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা
গর্ভপাত কিঃ গর্ভের অপূর্ণ অবস্থায় ভ্রুণ বের হলে তাকে গর্ভপাত বলা হয়ে থাকে। অর্থাৎভ্রুণ পরিপূর্ণভাবে গঠিত না হয়ে তার আগেই যদি তা গর্ভ থেকে নির্গত হলে তাকে গর্ভপাত বলা হয় । একবার গর্ভস্রাব হলে পরবর্তী গর্ভেও গর্ভপাত হতে পারে। যে মাসে গর্ভস্রাব হয় সে সময় আসলে রোগীকে বিশেষ ভাবে সাবধানে থাকতে হয়। সাধারণত তৃতীয় মাসে, কখনো বা তার পূর্বে বা পরে গর্ভপাত হতে পারে। নারীর গর্ভ সঞ্চারের পর ভ্রুণটি জরায়ুতে ২৮০ দিন অর্থাৎ ৯ মাস ১০ দিন ধরে গঠিত হয়, তারপর শিশুর জন্ম হয়। গর্ভকালীন প্রথম ২২ বা ২৪ সপ্তাহের…
আরও পড়ুন