পিত্ত পাথুরী (Gall Stone) কারণ, লক্ষন ও হোমিওপ্যাথিক ওষুধ
সংজ্ঞা (Gall Stone):- কোন কারণবশত পিত্তকোষে বা পিত্তবাহী নালীতে পিত্তরস জমাট বেধে প্রস্তর কণা আকার ধারণ করে তাকে পিত্ত পাথুরী (Gall Stone) বলে। পিত্ত পাথুরী (Gall Stone) কারণ (Aetiology): আহারাদির দোষে বা পিত্ত কোষের বা নিত্তনালীর প্রদাহ জনিত কারণে এই পিত্ত প্রবাহ বিঘ্নিত হতে পারে। ইহার ফলে পিত্তরস জমাট বেধে যায় এবং ধীরে ধীতে পিত্ত পাথুরী দেখা দেয়। পিত্ত পাথুরী খুব ছোট হলে বা বালুকণার মত থাকলে অনেক সময় আপনা থেকেই বেরিয়ে যায়। এই পাখুরী যতক্ষণ পিত্ত কোষে থাকে ততক্ষণ বেশী বেদনা অনুভব হয় না কিন্তু পিত্ত কোষ থেকে পিত্তনালীতে…
আরও পড়ুন