পেরিকার্ডাইটিস Pericarditis ঃ কারণ, লক্ষন ও হোমিওপ্যাথিক চিকিৎসা
পেরিকার্ডাইটিস কি? হৃদযন্ত্রের বাইরে ও ভিতরে উভয় দিকেই আবরণ থাকে। বাইরের আবরণকে পেরিকার্ডিয়াম (pericardium) এবং ভিতরের আবরণকে এন্ড্রোকার্ডিয়াম বলে। পেরিকার্ডিয়াম হার্টের পৃষ্ঠতলে একটা দ্বিস্তরের পাতলা থলি, এর প্রদাহ, লাল হওয়া ও ফুলে যাওয়াকে পেরিকার্ডাইটিস Pericarditis বলে। কখনো অতিরিক্ত তরল পদার্থ পেরিকার্ডিয়াল স্তরে জমা হয়, যা পেরিকার্ডিয়াল ইফ্যুসন নামে পরিচিত। পেরিকার্ডিটিস সাধারণত: একটা তীব্র অবস্থা যা হঠাৎ উদয় হয় এবং তিন মাস পরে কমে যায়। পেরিকার্ডিটিস সব বয়সের লোকের মধ্যে প্রভাব ফেলতে পারে তবে ১৬ থেকে ৬৫ বছর বয়সের লোকেরা এই রোগে বেশি আক্রান্ত হয়। হঠাৎ করেই পেরিকার্ডাইটিসের সূত্রপাত ঘটে থাকে…
আরও পড়ুন