নারীদের অতিরজ-এপিমেনোরিয়ার (Epimenorrhea) কারণ, লক্ষণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা
অতিরজ এপিমেনোরিয়া (Epimenorrhea) কিঃ যদি কোন নারীর একটি মাসিক ঋতু আরম্ভ হবার পর অনেক দিন সময় ধরে রক্তস্রাব চলতে থাকে তাকেই অতিরজ এপিমেনোরিয়া বলে। কোন কোন সময় চিকিৎসগণও মেনোরেজিয়ার সঙ্গে একে ভুল করে বসেন। কেননা মেনোরেজিয়ার ক্ষেত্রে রক্তস্রাব বেশি হয় কিন্তু এপিমেনোরিয়ার ক্ষেত্রে রক্তস্রাব বেশি না হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকে। যদিও বাংলায় আমরা উভয়টাকেই অতিরজ বলে অভিহিত করে থাকি। তবে মূল পার্থক্যটুকু মনে রেখে হোমিওপ্যাথি চিকিৎসকদের চিকিৎসা দেয়া উচিত। কোন কোন ক্ষেত্রে প্রচুর পরিমানে রক্তস্রাব দীর্ঘ সময় ধরে চলে এবং এই সকল ক্ষেত্রে প্রপার হোমিও চিকিৎসা এর প্রয়োজন তা…
আরও পড়ুন