হৃদপিন্ডের বিবৃদ্ধি : কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা
হৃদপিন্ডের পেশীগুলোর অনিয়মিত বিবৃদ্ধি হলে তাকে হৃদপিন্ডের বিবৃদ্ধি (Hypertrophy of Heart) বলে। হৃদপিন্ডের স্বাভাবিক আকার আতা ফলের মত কিন্তু এই রোগে আক্রান্ত হলে হৃদপিন্ড খুব বড় হয়, সুগোল এবং ভারী হয় তৎসহ পেশীগুলো পুরু হয়ে ওঠে। হৃদপিন্ডের বিবৃদ্ধির কারণ (Eetiology): ১. হৃদপিন্ডের বিভিন্ন গহ্ববরস্থ কপাটিকার দূর্বলতা। ২. ধমনীগুলোর রক্ত প্রবাহে কোনও বাধা সৃষ্টি হলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং এই সকল বাধা অতিক্রম করে রক্ত সঞ্চালন অব্যাহত রাখার জন্য হৃদপিন্ডের পেশীর বিবৃদ্ধি ঘটে। ৩. অতিরিক্ত পরিশ্রমের জন্য হৃদপিন্ডের রক্ত প্রবাহের অবরোধ। ৪. অতিরিক্ত চা, তামাক, কফি সেবন। ৫. সাধারণত: স্ত্রী লোক…
আরও পড়ুন