পেটফাঁপা (Tympanitis) কারণ ও হোমিওপ্যাথিক ওষুধ

পেটফাঁপা (Tympanitis) এর কারণ:- বেশীর ভাগ ক্ষেত্রেই পরিপাক ক্রিয়ার গোলযোগ হেতু পেটফাঁপা (Tympanitis) লক্ষণটি প্রকাশ পায়। অনেক ক্ষেত্রে জ্বর কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগের উপসর্গ স্বরূপ দেখা দেয়। এছাড়া অন্যান্য রোগের উপসর্গ হিসাবেও দেখা দিতে পারে। এটা রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। নানা কারণে পেট ফাঁপ প্রকাশ পায় যথা- (i) অজীর্ণ, উদরাময়, পুরানো আমাশয়, অম্লরোগ, পুরানো জ্বর, ম্যালেরিয়া জ্বর ইত্যাদিতে দীর্ঘদিন ভোগা। (ii) ভিটামিন “B”-র অভাব হেতু স্নায়বিক দূর্বলতা। (iii) অনিয়মিত, অপরিমিত ভোজন, মদ্যপান, অমিতাচার ইত্যাদি। (iv) কোষ্ঠকাঠীণ্য দোষ।

 

লক্ষণানুসারে পেটফাঁপা (Tympanitis) এর হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন:-

কার্বোডেজ 1x ৩ ঘন্টা পর পর : উদ্গার ভাব, উদরে তার ভার বোধ এবং নিদ্রালুভাব। রক্ত বিন্নিষ্টকরণ এবং রক্তে অক্সিজেন ক্রিয়ার ত্রুটি । বেদনাসহ উদর স্ফীত ও শক্ত। উদরে বায়ু জমে, নির্গত বায়ু ঝাঁঝাল, অম্লগন্ধ, দুর্গন্ধযুক্ত।

 লাইকোপোডিয়াম 3x  ৪ ঘন্টা পর পর: যাদের লিথিক এ্যাসিড ঘোষ কিছুথেই দূর হয় না। পেটে বায়ু গড় গড় শব্দ করে, হজম শক্তির অভাব। হজম শক্তির অভাব, পেটে বায়ু সঞ্চয়, জ্বালাময় উদগার, উদগার গলা পর্যন্ত উঠে। খেতময় সার, দ্রুত পচনশীল খাদ্য খেয়ে ক্ষুধাহীনতা।

পালসেটিলা 3/6 ২ ঘন্টা পর পর: গুরুপাক দ্রব্য ভোজনের জন্য এই উপসর্গ। পেট ফাঁপ, মাখন সহ্য হয় না, চর্বিযুক্ত, গরম খাদ্য ও পানীয়ে অনিচ্ছা। • মুখে তিক্ত স্বাদ, কোন খাদ্যের স্বাদ পায় না। বুকে জ্বালা পোড়া, পিপাসার অভাব, উদর বেদনা।

টেরিবিছনা 3/6 ২ ঘন্টা পর পর: উদবে বায়ু সঞ্চয় ও উদর স্ফীত। মলের সঙ্গে বায়ু নিঃসরণ এবং মলত্যাগের পর উপশম। বায়ু নিঃসরণের পূর্বে বেদনা বোধ। অস্ত্র হতে রক্তস্রাব, সূতা ক্রিমি, কেঁচো ক্রিমি। মূত্র কষ্ট, রক্তাক্ত মূত্র, মুত্রনালী প্রদাহ, মূত্রে কুস্থণ। জিহ্বা শুষ্ক, লালবর্ণ, চকচকে, অগ্রভাগ লাল।  নিঃশ্বাসে দুর্গন্ধ, উদরের উপরাংশে উত্তাপ বোধ।

নাক্সভমিকা 3/6 ২ ঘন্টা পর পর: উদরে বায়ু সঞ্চয় ও পেট ফুলে উঠে। প্রাতকালে এবং আহারের পর অম্লস্বাদ। পাকস্থলীতে বেদনা ও ভার বোধ, চাপ অসহ্য। অজীর্ণ রোগ, কষ্টকর উদ্‌গার, কোষ্ঠকাঠীণ্য। তিক্ত ও টক ঢেকুর উঠে, বুকে চাপ বোধ। কষ্টকর শ্বাস প্রশ্বাস। হজম শক্তির অভাব।

এসাফিটিভা 30 ৪ ঘণ্টা পর পর : পেট ফাঁপ এবং অন্ননালীর সংকোচন। বোগীর হিষ্টিরিয়া এবং অবসাদ বায়ুগ্রস্ত রোগ। পেট ফাঁপ। ঢেকুর তুলতে কষ্ট, জলীয় পদার্থ উৎগার। উদরে শূন্যতা বোধ, দুর্বলতা, গ্যাসের মত উদগার উঠে। পেটে বায়ু গড় গড় করে বেড়ায়, উদরে জ্বালা।

সালফার 6 : সম্পূর্ণ ক্ষুধা লোপ বা অভ্যস্ত ক্ষুধা। দুর্গন্ধময় উদগার। অগ্ন উদগার, অম্ল সঞ্চয়।  পাকস্থলীতে জ্বালাপোড়া। যথেষ্ট পানিপান করে, পানিপানের পর শূলবেদনা। যকৃতে বেদনা, উদর গহুরে চাপ সহ্য হয় না। মিষ্টি দ্রব্য খেতে চায়, উদরে বায়ু সঞ্চয়। মনে হয় উদর গহ্বরে কোন জীবন্ত পদার্থ নড়াচড়া করছে। বেলা ১১টার সময় দুর্বলতা, মুচ্ছিত ভাব, কিছু খেতে বাধ্য হয়।

ব্রায়োনিয়া 6/30 ৩ ঘণ্টা পর পর : খোঁচামারা বেদনা- সঞ্চালনে / বিশ্রামে। শৈল্পিক ঝিল্লীর সর্বত্রই শুদ্ধতা। উদরে বায়ু সঞ্চয়, কোষ্ঠকাঠিণ্য, মল শক্ত, কঠিন। অস্বাভাবিক ক্ষুধা, খাদ্য দ্রব্যের স্বাদ পায় না। উদর স্পর্শকাতর। পাকস্থলীতে চাপ বোধ, পিপাসা, একবারে অনেকটা পানি পান।

কার্বোলিক এসিড 3/6 ৩ ঘন্টা পর পর : ঘ্রাণশক্তির খুব প্রখরতা। ক্ষুধার অভাব, অনবরত উদগার, পেটে বায়ু জমে। পচনযুক্ত অর্জীর্ণ রোগ, মুখ থেকে দুর্গন্ধ। নিঃশ্বাসে ভয়ানক দুর্গন্ধ, কোষ্ঠকাঠিণ্য, উদরাময়ের মল পাতলা, কালো, দুর্গন্ধময়, মাথায় যন্ত্রণা।

ক্যামোমিলা 30
২ ঘণ্টা পর পর : রোগী স্পর্শকাতর, উত্তেজিত, তৃষ্ণার্ত, অবশদেহ। নিশাঘর্ম, অস্থিরতা, দুর্গন্ধময় উদগার। উদরে বায়ু জমে, স্ফীত ও শূলবেদনা। ডিওডেনামে বেদনা আহার ও পানের পর ঘাম। মল সবুজ, পিচ্ছিল, দুর্গন্ধময়, গুহ্যদ্বারে বেদনা।

পেটফাঁপা (Tympanitis) এর বায়োকেরিক ঔষধ

ম্যাগনেসিয়া ফস 6x  ২ ঘন্টা পর পর গরম পানিতে সেব্য : অজীর্ণরোগ তৎসহ পেট ফাঁপ, ক্ষুধা থাকলেও আহারে প্রবৃত্তি হয় না। জিহ্বায় কোন স্বাদ পায়না। পাকস্থলীর আক্ষেপ সর্বদাই বমি বমি ভাব। পেটে বায়ু জমে, উপশমের জন্য পেট চেপে ধরে। ঢেকুরে উপশম হয় না।

ক্যালকেরিয়া ফস ২ ঘন্টা পর পর গরম পানিতে সেব্য : কোষ্ঠকাঠিন্যসহ পেট ফাঁপ, দুর্গন্ধহীন সবুজ মল সহ গরম বায়ু নির্গত। পাকস্থলীতে বেদনা বোধ। জ্বর সহ উদরে বায়ু সঞ্চয়। পেট ফাঁপ, ক্ষুধাহীণতা, পাকস্থলীর প্রদাহ, পাকস্থলীর উপর টান বোধ, উদর স্ফীত।

কেলি ফস 3x  ২ ঘণ্টা পর পর : পেটে বায়ু জমে ফুলে উঠে, বেদনার ভাব ও বেদনা নিচের দিকে নেমে আসে। পেটের বেদনায় ঝুকে পড়লে উপশম। আহারের পর উদর বেশী কাঁপে। প্লীহা ও যকৃতের বেদনা।

 

আনুষঙ্গিক ব্যবস্থাঃ- পেটে অতিরিক্ত বায়ু সঞ্চিত হলে যদি খুব কষ্ট পায় তবে পেটে তেল পানি মিশিয়ে মালিশ। কেবল ঘরে বসে থাকা উচিত নয়। কিছু হাটাচলা করা উচিত এবং বয়স উপযোগী ব্যায়াম। নিয়মিত পরিমান আহার করা, রাত জাগরণ বা কোন প্রকার কু-অভ্যাস করা নিষেধ। পেটের সাধারণ অসুখের জন্য কেবল ঔষধ খাওয়া উচিত নয়। ইহাতে ঔষধজাত কঠিন রোগ হতে পারে।

 

পথ্যঃ- অজীর্ণতা সহ যদি পেট ফাঁপ থাকে তবে হালকা জাতীয় তরল খাদ্য গ্রহণ। যদি রোগ উপসর্গ কমে যায় তবে হালকা ঝোল ভাত, পেপে সিদ্ধ কাঁচাকলা সিদ্ধ দেয়া যায়। ডাবের পানি, মিষ্টি ফলের রস উপকারী। পেট ফাঁপ অবস্থায় কোন কিছু খেতে দেয়া উচিত নয়। যদি কোষ্ঠকাঠিন্যের ভাব থাকে তবে ঈশপগুলের ভুষি উপকারী। মাঝে মাঝে বেল ও বেলের সরবৎ খুবই উপকারী। ইহাতে মল পরিষ্কার হয় এবং পেট ফাঁপ দূর হয়। পেটে সহ্য হয় না এমন খাদ্য গ্রহণ করা উচিত নয়। এই জাতীয় রোগীদের চিংড়ি মাছ, কাঁকড়া, পুটি মাছ, ইলিশ মাছ, শাক সবজি, কচু পুই, তৈলাক্ত বা ঘৃত পাকের খাদ্য এবং পরোটা, হালুয়া ইত্যাদি বর্জনীয়। উগ্র মশলাযুক্ত খাদ্য ঝাল লংকা নিষেধ। সময়মত স্নানাহার নিদ্রা প্রয়োজন। দিবানিদ্রা নিষেধ।

Related posts

Leave a Comment