সর্দি (Coryza) কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা
সংজ্ঞা (Definition): রোগটি একুইটি রাইনাইটিস, কোরিজা, নেজালক্যাটারা নামেও অভিহিত। নাসিকার অভ্যন্তর ঝিল্লী প্রবাহিত হয়ে সর্দি (Coryza) দ্বারা আক্রান্ত হয়। মাথায় ঠান্ডা লাগার জন্য ও এইরূপ হয়।
সর্দি (Coryza) এর কারণ (Aetiology):
(i) শ্বাসনালীর কোন কোন অংশ প্রদাহযুক্ত হলে। (ii) মাইক্রাকাস ক্যাটারোলিস নামক এক প্রকার জীবানুর আক্রমক। (iii) ব্যাক টেরিয়াল সংক্রমন Strepto, Pneumonia, H. influenza, Staphylococcus ইত্যাদি। (iv) খুব বেশী সময় ভিজা জামাকাপড়ে থাকা, ভাল বৃষ্টিতে ভেজা, স্যাঁত সেঁতে আলো বাতাস কম এমন জায়গায় বসবাস, ঠাণ্ডা লাগা, ঘাম বন্ধ হওয়া। (v) শরীরে ক্যালসিয়াম অভাব হলো। (vii) শ্বাসনালী ও মাথাপ বিভিন্ন সাইনাসে রোগ জীবানুর-ট্রেপটো, ষ্ট্যাঘাইলো কক্কাস প্রভৃতি ভাইরাসের আক্রমণ। (viii) উত্তেজক বাষ্প বা গ্যাস ও ধূলা লাগার জন্য।
আক্রমণ কাল (Incubation Period) : 1-2 দিন এবং সকল বয়সেই এই রোগের আক্রমণ হতে পারে।
সর্দি (Coryza) এর লক্ষণ (Clinical Signs and symptoms) :
(i) বার বার হাই তোলা, মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখমুখ লাল হওয়া, শ্বাস প্রশ্বাস উত্তপ্ত হওয়া, জ্বালা সুড় সুড় করা, বার বার হাঁচি তৎসহ নাক চোখ দিয়ে জল পড়া। (ii) পরে শীত শীত ভাব, নাড়ী দ্রুত ও চঞ্চল, শুদ্ধ কাশি, স্বর ভংগ, বার বার সর্দি, গয়ার ওঠা, ক্ষুধাহীনতা, সর্বাংগে ব্যথা। মাথার সাইনাসে: বুকে, বায়ুনালী সর্দি জমে থাকা, গলা ব্যথা, জ্বর জ্বর ভাব, দেহের তাপমাত্রা 99° হতে 1010 পর্যন্ত তৎসহ কোন কোন সময় জটিল উপসর্গ দেখা দিতে পারে।
সর্দি (Coryza) এর জটিল উপসর্গ (Complication): এই রোগের জটিল উপসর্গ হিসাবে ফ্যারিনজাইটিস, ম্যারিনজাইটিস, টনসিলাইটিস প্রভৃতি দেখা দিতে পারে। সর্দি রোগ হিসাবে ভয়ংকর নয় বটে কিন্তু পরবর্তী উপসর্গগুলো অতি ভয়ংকর। অনেক সময় নাক বন্ধ ও ঘ্রাণ শক্তির লোপ। এছাড়া ইনফ্লুয়েঞ্জা, হাম ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।
সর্দি (Coryza) এর হোমিওপ্যাথিক চিকিৎসা:- (Homoeopathic Treatment for Coryza)
একোনাইট ন্যাপ : রোগের প্রথমাবস্থায়, শীত শীত ভাব সহ সামান্য করে। বার বার হাই তোলা। চোখে জল আসা, বার বার হাঁচি। মাথা ভার, তরল শ্লেষ্মা স্রাব, নাক দিয়ে জল পড়ে। খোলা বাতাসে উপসর্গ: ওষ্ট গৃহে বৃদ্ধি নাক বন্ধ হয়। এক মাত্রা করে প্রতি ঘণ্টায় সেবা।
ক্যাম্ফর : রোগের প্রথমাবস্থায় ভাল কাজ করে। সামান্য শীত। নাক দিয়ে কাঁচা জল পড়ে অথচ জ্বর থাকে না। পেশী কম্পন, অত্যন্ত অস্থিরতা। চারিত্রিক লক্ষন হচ্ছে রোগীর দেহ যতই ঠাণ্ডা হোক না কেন কখনো ঢাকা সহ্য করতে পারে না। প্রয়োগবিধি (Application)- এক মাত্রা করে ৩০ মিঃ অন্তর সেব্য।
এলিয়াম সেপা, ইউপেটোরিয়াম : বার বার প্রবল হাঁচি, চোখ দিয়ে জল পড়ে। নাক দিয়ে প্রচুর পরিমাণে ক্ষতকর সব। নাক দিয়ে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়ে। ছাল ওঠে যায়, জ্বালাকর বেদনা। সর্দি মাথায় যন্ত্রনা বোধ। একমাত্রা করে এক ঘঃ অন্তর
ডালকামারা : দিনে প্রচণ্ড গরম রাত্রে, প্রচণ্ড ঠাণ্ডা এমন আবহাওয়া। আর্দ্রবায়ু লেগে সর্দি, নাসাপথ সম্পূর্ণ অবরুদ্ধ। ঠাণ্ডা বৃষ্টি পড়লে নাক সম্পূর্ণ বন্ধ হয়। চোখের যন্ত্রণা। প্রয়োগবিধি (Application)- একমাত্রা করে এক ঘঃ অন্তর।
এরাম স্ক্রিমাইনাস : হাজাকর স্রাব, গলার মধ্যে ঘা, বালিশে মাথা রাখতে কষ্ট। নাক বুজে যায়। মুখ দিয়ে শ্বাস করে। গরম কাপড়েও মাথা ঢাকলে মাথার যন্ত্রণা হয়। প্রয়োগবিধি (Application)- একমাত্রা করে ২ ঘঃ অন্তর।
অন্যান্য প্রয়োজনীয় ঔষধ (Other important remedies): আর্সেনিক 6, বেলেডোনা 6. ব্রায়োনিয়া ও হিপার সালফার 30, ইপিকাক 6, জেলসিমিয়াম 3x, ক্যালকেরিয়া কার্ব 6, মার্কসল 6, পালসেটিলা 30, নাক্সভমিকা 6, টিটিমটার্ট 30,
সর্দি (Coryza) এর বায়োকেমিক ঔষধ (Bio Chemic medicines)
ফেরাম ফস 6x, ম্যাগনেসিয়া ফস 6x, 12x, ২/৩ গ্রেণ মাত্রায় সামান্য গরম জলের সংগে দিনে ৪/৫ বার সেব্য।
সর্দি (Coryza) এর পথ্য ও আনুষংগিক ব্যবস্থা (Diet and management):
রাতে শোবার পূর্বে গরম জলে পা ধুলে এবং পায়ের তলায় গরম সরষের তেল মালিশ। গরম কাপড় দিয়ে গলা, বুক, দেহ ঢেকে রাখা, ঘাম, হওয়া ভাল। কোন ক্রমেই যেন ঠাণ্ডা না লাগে। নুন জল দিয়ে গলা ধৌত করা। ঈষৎ উষ্ণ জল দিয়ে নাসাপথ ধৌথ করা। আহার পানে সংযমী। শুরু পাক দ্রব্য, বরফ, টক, টকদধি ৩০০ মিষ্টি নিষেধ। সাবু বার্লি, দুধ, রুটি, পাতলা ঝোল, ইত্যাদি পথ্য। মিছরি, আদা, গোলমরিচ এবং পিপুল এক সংগে সিদ্ধ করে সেই জল পান উপকারী।